২২ নভেম্বর, ২০১৮ ১২:৪০

'আসন ভাগাভা‌গির না‌মে বান‌রের পিঠা ভাগ হ‌বে না'

নিজস্ব প্রতিবেদক

'আসন ভাগাভা‌গির না‌মে বান‌রের পিঠা ভাগ হ‌বে না'

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভা‌গির না‌মে বান‌রের পিঠা ভাগ হ‌বে না বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম। 

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ফিউশন হান্টে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

অলি আহমেদ বলেন, যোগ্য ও জনগ‌ণের ম‌নের মানু‌ষদেরই ম‌নোনয়ন দেওয়া হ‌বে। 

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পরও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে।’

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এজন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা। 

এছাড়া নির্বাচন পরিচালনায় যেসব কর্মকর্তা থাকবেন তাদের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও দাবি করেন এলডিপি সভাপতি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর