২৯ নভেম্বর, ২০১৮ ১১:১১

প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আস্থার প্রমাণ: সিইসি

অনলাইন ডেস্ক

প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আস্থার প্রমাণ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচন কমিশনের ওপর আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, আশা করেছিলাম, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূর্ণ হয়েছে। আশা ছিল, অংশগ্রহমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ইসি ভবনে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

এ সময় তিনি সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।

সিইসি বলেন, সবাই নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। কোনো প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় নিবেন না।

ইসি ভবনে পর্যায়ক্রমে সারাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর