২ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৮

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

ফেনী প্রতিনিধি

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। আজ রবিবার বেলা ১১টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সকালে যাচাই-বাছাই কমিটির প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদনগুলো দিয়ে যাচাই-বাছাই কাজ শুরু হয়। ১৪টি মনোনয়নপত্রের আদেশ দেয়ার পর ১৪তম আবেদনটি ছিল খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্রের সকল কাগজ-পত্র সঠিক পাওয়া গেলে সভায় বিভিন্ন সংস্থার কাছে কোনো আপত্তি আছে কিনা জানতে চান রিটানিং অফিসার। তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি ডিআইওয়ান ইন্সপেক্টর শহিনুজ্জামান জানান- খালেদার জিয়ার বিরুদ্ধে ২টি মামলায় ৭ ও ১০ বছর সাজা রয়েছে মর্মে কাগজ রয়েছে। পরে জেলা রিটানিং অফিসার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২ এর ১৪ ধারার বিধান মতে খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর