৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪১

দুর্নীতিবাজদের বয়কট করুন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজদের বয়কট করুন: চরমোনাই পীর

ফাইল ছবি

আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, হাতপাখার ভোট দিয়ে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সব দলের জন্য সমান সুযোগ তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করলে নির্বাচন একপেশে ও প্রশ্নবিদ্ধ করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। 

আজ রবিবার এক বিবৃতিতে পীর চরমোনাই আরো বলেন, ভোটাররা ভোট দিতে পারলে বড় দুটি দলকেই বর্জন করবে এবং হাতপাখাকে দেশবাসী বিজয় করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। ঘুরেফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোনো কল্যাণ হবে না। 

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে। সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছেয়ে গেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ইসলামের সুমহান ছায়াতলে ফিরে আসতে হবে।

পীর চরমোনাই বলেন, নির্বাচনে পেশীশক্তি ও দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা করতে হবে। কালো টাকার মালিকরা টাকার বিনিময়ে ভোট কিনে। এদেরকে বয়কট করতে হবে। সর্বত্র আল্লাহভীরু নেতা নির্বাচিত করে দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে।

বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর