শিরোনাম
১৭ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৮

ইশতেহারে ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক

ইশতেহারে ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহারে ১৪ প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টা ২৬ মিনিটে রাজধানীর মতিঝিলে পূর্বাণী হোটেলে ইশতেহার ঘোষণা শুরু করেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। এর আগে সূচনা বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

ইশতেহারে জাতীয় ঐক্যফ্রন্ট যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো হচ্ছে:

১. জাতীয় ঐক্য গড়া

২. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে

৩. পরপর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না

৪. মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিকরদের নিরাপত্তা বিধান

৫. তৈরি করা হবে নির্বাচনকালীন সরকারের বিধান

৬. বাতিল করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন

৭. প্রথম বছরে বাড়বে না বিদ্যুৎ ও গ্যাসের দাম

৮. নিশ্চিত করা হবে প্রবাসীদের ভোটাধিকার

৯. সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে

১০. পুলিশ ও সামরিক বাহিনী ব্যতিত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বসয়সীমা থাকবে না এবং সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না

১১. পিএসসি-জেএসসি পরীক্ষা বাতিল করা হবে

১২. বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম পুরোপুরি বন্ধ করা হবে

১৩. অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে ও পাচারকৃত অর্থ ফেরত আনা হবে

১৪. যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর