২৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:০২

উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী ও ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় নয় ঘণ্টা পর সোমবার দুপুর ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। 

বাংলাদেশ রেলওয়ে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে এসব রুটে রেল চলাচল সাময়িক বন্ধ ছিলো। পরে উদ্ধারকারী ট্রেন দিয়ে বগিটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সান্তাহার জংশন স্টেশনের অদূরে বাগবাড়ী নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস'র ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লাইচ্যুতির এ ঘটনা ঘটে।

এরপর সকাল ৯টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের সামনের ৬টি বগিতে অন্য বগির যাত্রীদের নিয়ে ৪টি বগি রেখে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকাসহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর