১৬ জানুয়ারি, ২০১৯ ১০:৫০

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয় দিনের মতো চলছে

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয় দিনের মতো চলছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য আজ বুধবার দ্বিতীয় দিনের মতো ফরম বিক্রি শুরু চলছে। মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হয়। 

প্রথমদিনের মতো আজ দ্বিতীয় দিনেও সকাল থেকে ফরম ক্রয়ের জন্য নির্ধারিত কার্যালয়ের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে মনোনয়নপ্রত্যাশীদের।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম ক্রয় করতে ৩০ হাজার টাকা ধরা হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের দফতর সূত্র জানিয়েছে। 

বিদ্যমান আইন অনুযায়ী, প্রতি ৬ আসনে একজন করে সংরক্ষিত নারী এমপি নির্বাচিত করার বিধান রয়েছে। একাদশ সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ফলে ৫০টির মধ্যে ৪৩টি আসনে আওয়ামী লীগের সংরক্ষিত নারীরা এমপি হবেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট আসন পেয়েছে ২৫৭টি। সে হিসেবে আওয়ামী লীগ সংরক্ষিত আসন পায় ৪৩টি আসন। জাতীয় পার্টি ২২ এমপির বিপরীতে আসন পায় ৪টি।

মহাজোটের অন্যান্য দলের ৬টি বা তার বেশি আসন না পাওয়ায় এককভাবে কেউ সংরক্ষিত আসনে মহিলা এমপির মনোনয়ন দিতে পারবেন না।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর