১৮ জানুয়ারি, ২০১৯ ১৮:২২

বিজয় সমাবেশে ৫২ হাজার লাল-সবুজের পতাকা উড়াবে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

বিজয় সমাবেশে ৫২ হাজার লাল-সবুজের পতাকা উড়াবে যুবলীগ

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের যে কোনো সভা সমাবেশে ভিন্ন মাত্রা এনে দেয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। আগামীকাল শনিবার আওয়ামী লীগের বিজয় উৎসবে ভিন্নমাত্রা দিতে লাল-সবুজের পতাকা ও লাল ফিতা হাতে নিয়ে মাঠে থাকবে সংগঠনের ৫২ হাজার নেতাকর্মী। এজন্য সব ধরনের প্রস্ততি শেষ হয়েছে।

শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, শনিবারের আওয়ামী লীগের বিজয় সমাবেশকে বিশেষভাবে স্মরণীয় করতে রাখতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। ২৫টি থানা ও ৭৫টি ওয়ার্ডের নেতাদের ডেকে একাধিক বর্ধিত সভা করে নেতাকর্মীকে উপস্থিত থাকতে প্রয়োজনীয় দিক-নিদের্শনা দেওয়া হয়েছে। 

ইসমাইল চৌধুরী সম্রাট আরও জানান, প্রত্যেক ওয়ার্ড থেকে ৭০০ নেতাকর্মী লাল-সবুজের গেঞ্জি পরিহিত হয়ে মিছিল নিয়ে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং লাল ফিতা থাকবে। রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যখন বক্তৃতা করবেন পতাকা নেড়ে তাকে স্বাগত জানানো হবে। 

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর