১৮ জানুয়ারি, ২০১৯ ১৯:৩৭

এখন আমাদের দু'টি কাজ খুবই গুরুত্বপূর্ণ: মওদুদ

অনলাইন ডেস্ক

এখন আমাদের দু'টি কাজ খুবই গুরুত্বপূর্ণ: মওদুদ

ফাইল ছবি

মামলা দিয়ে নেতাকর্মীদের এলাকাছাড়া করা হয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এখন আমাদের দু’টি কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো পুনর্বাসন আর অপরটি পুনর্গঠন। এখন ক্ষতিগ্রস্ত হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীকে পুনর্বাসন করতে হবে। আর দলের ত্যাগীদের সামনে এনে দলকে পুনর্গঠন করতে হবে। 

শুক্রবার বিকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। 

গত ৩০ ডিসেম্বর কখনই সংবিধানসম্মত নির্বাচন হয়নি মন্তব্য করে মওদুদ আরও বলেন, ৯৭ শতাংশ আসন মহাজোট পেয়েছে। আপনারা যদি নিউইয়র্ক টাইমস পড়েন, ওয়াশিংটন পোস্ট পড়েন, গার্ডিয়ান পড়েন, লন্ডনের অবজারভার পড়েন সারা দুনিয়ার কেউ বিশ্বাস করে না সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। 

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর