২০ জানুয়ারি, ২০১৯ ২২:২৬

'মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় বেড়ে যায়'

অনলাইন ডেস্ক

'মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় বেড়ে যায়'

ফাইল ছবি

দুই-তিন স্তরের মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিকহারে বেড়ে যায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা যেন অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। 

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বায়রার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

অধিক দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান মানেই অধিক রেমিটেন্স প্রাপ্তি জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, অভিবাসন ব্যয় কমাতে রিক্রুটিং সেবা উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় দক্ষ কর্মীর অভিবাসন প্রাধান্য পেয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা অপরিহার্য।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর