Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০১৯ ১৭:৩১ অনলাইন ভার্সন
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ১৭:৪৫
তথ্য ফাঁস করার অভিযোগে দুদক পরিচালক ফজলুল বরখাস্ত
অনলাইন ডেস্ক
তথ্য ফাঁস করার অভিযোগে দুদক পরিচালক ফজলুল বরখাস্ত

আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক পরিচালক ফজলুল দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বহিষ্কার করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।  আজ বিকেলে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow