২৪ জানুয়ারি, ২০১৯ ০২:০৩

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস

আগামী ২৬ জানুয়ারি (শনিবার) আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৯। দিনটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) র‌্যালি, সেমিনারসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

এনবিআর সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে সকাল ৮টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হবে। র‌্যালির উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। র‌্যালিটি দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রেসক্লাবের সামনে দিয়ে পল্টন মোড়, পাইয়নিয়ার রোড হয়ে এনবিআর ভবনের সামনে এসে শেষ হবে।
 
দিবসটি উপলক্ষে এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হবে। এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন)।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর