১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:২৩

সকালে প্রয়াত আল মাহমুদকে নেয়া হবে শহীদ মিনারে

অনলাইন ডেস্ক

সকালে প্রয়াত আল মাহমুদকে নেয়া হবে শহীদ মিনারে

ফাইল ছবি

প্রয়াত কবি আল মাহমুদের মরদেহ শনিবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ প্রিয় কবিকে শ্রদ্ধা জানাবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর তার মরদেহ নেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 
 
শুক্রবার রাত ১১টা ০৫ মিনিটে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই দিন প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।
 
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর