১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:৩০

'আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত'

দীপক দেবনাথ, কলকাতা:

'আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত'

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর গাড়িবহরে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁর অভিমত, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে এই সন্ত্রাসবাদী সমস্যার মোকাবিলা করা দরকার।

শনিবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ‘কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারি ভাবে এই হামলার নিন্দা জানিয়েছে। আজকের দিনে সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও সন্ত্রাসবাদের শিকার এবং এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমি নিজেও সন্ত্রাসবাদের শিকার।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ঘটনাস্থলেই নিহত হয় ৪০ জন সেনা। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ৯ সেনার। 

তথ্যমন্ত্রী আরও জানান ‘প্রতিটি সন্ত্রসবাদী গোষ্ঠীরই তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে। তাই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বাংলাদেশ সররকার ভারত ও বিশ্বের অন্য দেশগুলির সাথে কাজ করছে। যেই এই ধরনের সন্ত্রাসের সাথে যুক্ত থাকুক বা মদদ দিক না কেন- আমরা তার তীব্র নিন্দা জানাই।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর