১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৩৮

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শাজাহান খানের নেতৃত্বে কমিটি

অনলাইন ডেস্ক

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শাজাহান খানের নেতৃত্বে কমিটি

শাজাহান খান (ফাইল ছবি)

সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ কমিটি আগামী ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 

রবিবার রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, কমিটিতে রয়েছেন পরিবহন মালিক নেতা ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙা, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসাচ) এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদসহ মোট ১৫ জন। 

তিনি আরও জানান, এই কমিটির পাশাপাশি সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে তিন সদস্যের একটি পৃথক কমিটিও করা হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কমিটিতে রয়েছেন।

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর