১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:২৪

মামলা করতে করতে ঐক্যফ্রন্টই পঙ্গু হয়ে যাবে: কাদের

অনলাইন ডেস্ক

মামলা করতে করতে ঐক্যফ্রন্টই পঙ্গু হয়ে যাবে: কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে ঐক্যফ্রন্ট নিজেরাই পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 

এ সময় 'জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের করা মামলায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে' নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তার নিজেরাই পঙ্গু হয়ে যাবে।

২৪ ফেব্রুয়ারি গণশুনানির জন্য ঐক্যফ্রন্টের কোনো জায়গা দেয়া হচ্ছে না-তাদের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান তো খোলা আছে। সেখানে কোনো প্রকার বাধা-বিঘ্নের বিষয় তো নেই।’

গণশুনানি আয়োজনের ব্যাপারে ঐক্যফ্রন্ট কী অনুমতি পাবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কেন অনুমতি? কিসের জন্য? গণ-তামাশার জন্য? গণশুনানি কাকে বলে? গণশুনানি নাকি গণ-তামাশা? গণ-তামাশার জন্য অনুমতি চাইলে আমি তো পুলিশ কমিশনারকে বলবো বিষয়টি দেখে ব্যবস্থা নিতে।’

ডাকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘না, ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কোনো প্যানেল তৈরি করে দেবে না। এটা ওরা নিজেরাই করবে। প্রধানমন্ত্রীও ছাত্রলীগের কমিটির জন্য ভূমিকা রেখেছেন। ছাত্রলীগ একটা শর্ট লিস্ট করেছে। সেজন্য একটা কমিটিও করে দিয়েছেন।’

বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর