১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৩৭

নির্বাচন নিয়ে গণশুনানি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল মিলনায়তনে: ড. কামাল

অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে গণশুনানি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল মিলনায়তনে: ড. কামাল

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে পূর্বনির্ধারিত গণশুনানির স্থান নির্ধারণ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে তারিখও পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

মতিঝিলে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

গণশুনানি এগিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,  কোথাও জায়গা পাওয়া যাচ্ছিলো না। যেহেতু আমরা আইনজীবী সমিতির মিলনায়তনটি পেয়েছি ২২ তারিখ, সেজন্য গণশুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে।

গণশুনানিতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপি, জেএসডি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য ছাড়াও বাম ও গণতান্ত্রিক যেসব দল নির্বাচনে অংশ নিয়েছে তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর