২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০০

গণতন্ত্র হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে: নজরুল

অনলাইন ডেস্ক

গণতন্ত্র হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে: নজরুল

ফাইল ছবি

স্বাধীনতা বিরোধীদের শাস্তি ও বিচারের সঙ্গে বিএনপির কোনো দ্বিমত নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একই সঙ্গে গণতন্ত্র হত্যাকারীদেরও শাস্তি এবং বিচারের আওতায় আনতে হবে।

তাঁতীদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। সুতরাং আমরা মনে করি, যারা অপরাধ করেছে, তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। আর আমরা যদি কোনো দোষ করি তাহলে আমাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমাদের দেশে সেই রীতির প্রচলন নেই।

এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আমার জানা মতে, জামায়তা ২০ দলীয় জোটে থাকবে না এমন কথা তারা আমাদের জানায়নি। তবে জামায়াত দল হিসেবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, অধিকার ও ক্ষমতা তাদের আছে। তবে তারা ২০ দলীয় জোটে নেই আমার জানামতে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে শুনিনি।

 
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর