শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০২

'চকবাজারের কেমিক্যাল কারখানা সরানোয় সহায়তা দেব'

অনলাইন ডেস্ক

'চকবাজারের কেমিক্যাল কারখানা সরানোয় সহায়তা দেব'

ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজার থেকে কেমিক্যাল কারখানা সরানোর কাজ চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেখানে যাতে আর কোনো কারখানা না থাকে তার জন্য ঢাকার দক্ষিণের মেয়রকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিমতলীর ঘটনার পরে আমরা বলেছিলাম, 'কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সরিয়ে নেন। তখন তো আমরা দেখেছি এগুলো সরিয়ে নিয়েছে। এখন আবার এগুলো আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন। তিনি এখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। মেয়র মহোদয় যদি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা এর সব ব্যবস্থা করতে পারব, যাতে এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেয়া হয়।'

পুরান ঢাকার চকবাজারের পাঁচটি ভবনে গতকাল বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর এ পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন পথচারীসহ অর্ধ-শতাধিক।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর