২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:০১

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুতিনের শোক

অনলাইন ডেস্ক

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুতিনের শোক

পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জন পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন বলে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়।

আলাদা শোক বার্তায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর