১৮ মার্চ, ২০১৯ ২২:১৭

বছরে দুই হাজার কোটি বৈদেশিক মুদ্রা আয় করছে মেরিন গ্রাজুয়েটরা

নিজস্ব প্রতিবেদক

বছরে দুই হাজার কোটি বৈদেশিক মুদ্রা আয় করছে মেরিন গ্রাজুয়েটরা

মেরিন একাডেমি থেকে পাস করা গ্রাজুয়েটরা দেশের জন্য সুনাম অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। দেশী ও বিদেশী জাহাজের বিভিন্ন পদে কর্মরত এসব গ্রাজুয়েটরা প্রতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলে জানায় নৌ-পরিবহন মন্ত্রণালয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়।  

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, মোঃ মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি মেরিন একাডেমিতে লাইফ সাপোর্টসহ উন্নত মানের হাসপাতাল স্থাপনের জন্য সুপারিশ করে।
বৈঠকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ, দ্বিতীয় নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ, সার্ভিস জেটি স্থানান্তর ও পুননির্মাণসহ চট্টগ্রাম বন্দরের চলমান প্রকল্পসমূহ অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর