১৯ মার্চ, ২০১৯ ১৭:০৮

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ১ এপ্রিল

অনলাইন ডেস্ক

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ১ এপ্রিল

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি সময়ের আবেদনের কারণে আবারো পিছিয়ে ১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সময়ের আবেদন করলে আদালত তা শেষবারের মতো মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

গত ২০ ফেব্রুয়ারি বুধবার অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি বলে তার আইজীবীরা জানান, কিন্তু কারা কর্তৃপক্ষ বলেছিল তিনি ঘুম থেকে ওঠেননি বলে তাকে আদালতে হাজির করতে পারেনি। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির হয়ে তার পক্ষের আইনজীবীদের জানান, গত ২০ ফেব্রুয়ারি আদালতে আসার জন্য তিনি তৈরি ছিলেন কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে নিয়ে আসেনি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর