১৯ মার্চ, ২০১৯ ২২:৩৪

সব খবর প্রধানমন্ত্রীর কাছে আছে: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

সব খবর প্রধানমন্ত্রীর কাছে আছে: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যখন কোন প্রকল্প শেষ হয় তখন কে কোথায় যায়, খোঁজ-খবর পাওয়া যায় না। গাড়ি কোথায় যায়, অফিস কী হয়, ম্যাপ-যন্ত্রপাতি-কম্পিউটার—এগুলো প্রায়ই খুঁজে পাওয়া যায় না। এগুলোকে অবশ্যই যেখানে সারেন্ডার করার কথা, সেখানে সারেন্ডার করতে হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। সব খবর প্রধানমন্ত্রীর কাছে আছে।

আজ মঙ্গলবার শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কোন অফিসের প্রাঙ্গণে কয়টা জিপ পড়ে আছে এবং ঘাসে ঢেকে গেছে, সেই খবরও প্রধানমন্ত্রীর কাছে আছে। দিন দিন উন্নয়ন প্রকল্পের সংখ্যা বাড়ছে। একটা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অফিস দিয়ে সব প্রকল্প তদারকি করা সম্ভব নয়। তাই আট বিভাগে আইএমইডি’র শাখা অফিস স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর