২৪ মার্চ, ২০১৯ ১৯:৫২

কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

কূটনৈতিক পাড়া খ্যাত রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসন্ন ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও বাংলা নর্ববর্ষ উপলক্ষে এমন বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার  বিকেলে নতুন বাজার, গুলশান ক্লাব ও বনানী দিয়ে কূটনেতিক এলাকায় ঢোকার পথে চোখে অতিরিক্ত তল্লাশি চৌকি দেখা যায়। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যও।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, কূটনৈতিক এলাকায় সবসময় নিরাপত্তা থাকে। ২৬ মার্চ উপলক্ষে গুলশান এলাকা এবং কূটনৈতিক এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবসসহ প্রতিটি জাতীয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনৈতিক এলাকাসহ ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৯/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর