শিরোনাম
২৪ মার্চ, ২০১৯ ২০:১৭

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নষ্ট যন্ত্রপাতি মেরামতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নষ্ট যন্ত্রপাতি মেরামতের সুপারিশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের নষ্ট যন্ত্রপাতি নিজস্ব ব্যবস্থাপনায় মেরামতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়। এছাড়া জেলা হাসপাতালগুলোতে বার্ণ ইউনিট চালুসহ স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছাতে দ্রুত প্রয়োজনীয় লোকবল নিয়োগের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, আ.ফ.ম রূহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. ইউনুস আলী সরকার, মোঃ মনসুর রহমান, মোঃ আব্দুল আজিজ এবং সৈয়দা জাকিয়া নুর বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর