২৬ মার্চ, ২০১৯ ০০:১৫

'গণহত্যাকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে'

অনলাইন ডেস্ক

'গণহত্যাকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে'

ফাইল ছবি

গণহত্যাকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে প্রত্যয় নিতে হবে যাতে গণহত্যাকারীরা ক্ষমতায় আসতে না পারে। পঁচাত্তরের পরে যারা গণহত্যাকারীদের আশ্রয়, প্রশ্রয় ও রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা সক্রিয় আছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।

কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় সোমবার (২৫ মার্চ) রাতে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিতে পারে না জানিয়ে তিনি আরও বলেন, সরকার গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

গণহত্যার কালরাত্রি স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিলের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য আরও রাখেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর