‘বসুন্ধরা শুভসংঘ’ ফেনী শাখার উদ্যোগে এতিম শিশু ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আরামবাগে আবুল মামা কমপ্লেক্স নূরানী মাদরাসা ও এতিমখানায় এই আয়োজনটি সম্পন্ন হয়। বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি ফয়জুল হক বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকির সঞ্চালনায় দেশীয় ফলের গুণাগুণ বর্ণনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরুল আমিন বাচ্চু, সমাজকর্মী আনোয়ারুল ইসলাম এবং আবদুর রহিম।
এ সময় মাদরাসার শিক্ষক মোহাম্মদ হাসান আলী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, এতিম শিশু ও বসুন্ধরা শুভসংঘ সদস্যরা উপস্থিত ছিলেন।
নানা জাতের আম, পেয়ারা, গাব, লটকনসহ দেশীয় বাহারি ফল শিশুদের খাওয়ানো হয় এবং নিয়মিত দেশি ফল খাওয়ার উপকারিতা জানানো হয়।