কোটা সংস্কার আন্দোলন ঘিরে অসহযোগ আন্দোলনের প্রথম দিন দেশব্যাপী সহিংসতায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে সরকার বলছে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (৪ আগস্ট) মোবাইলে এসএমএস দিয়ে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সন্ধ্যায় গভট ইনফো (Govt info) থেকে পাঠানো এসএমএসে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
সরকারি প্রেস বিজ্ঞপ্তির উদ্ধৃত করে এতে আরও বলা হয়, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল