কোটা সংস্কার আন্দোলনের সময় বিতর্কিত সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ নানা অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিতর্কিত সচিব ফেরদৌস জামানকে বদলি করা হয়েছে। নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফখরুল ইসলাম।
রবিবার ইউজিসির সহকারী সচিব নাসরিন সুলতানার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ফেরদৌস জামানকে রিসার্চ অ্যান্ড পাবলিকেশনে পরিচালক করে পাঠানো হয়েছে। একই বিভাগের পরিচালক ফখরুল ইসলামকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, রবিবার সকালে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। জানা গেছে, তিনি গত বছর থেকেই অস্ট্রেলিয়া আছেন। মাঝে একবার দেশে আসেন তিনি। দীর্ঘদিন ধরে ইউজিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।
বিডি-প্রতিদিন/শফিক