ঢেলে সাজানো হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি)। পুলিশের এ সংস্থার ২৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার এসবির অতিরিক্ত আইজিপি মো. শাহ আলমের স্বাক্ষরিত পৃথক চার অফিস আদেশে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
অফিস আদেশে বলা হয়, অবিলম্বে কার্যকর করা হবে এ আদেশ। এদিকে, এসবি ছাড়াও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত ৭০ জন এসআই (উপ-পরিদর্শক), কনস্টেবল ও নারী কনস্টেবলকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। এসব পুলিশ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আদেশে চট্টগ্রামের আওতাভুক্ত খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও রাঙামাটি এলাকায় দায়িত্বরতদের দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়। দীর্ঘদিন ধরেই বদলির জন্য আবেদন করেছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক