তিন কোটিরও বেশি টাকা উদ্ধারের একদিন পর গ্রেফতার হলেন সাবেক সচিব শাহ কামাল। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের পর আরও টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।
গত শুক্রবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় পুলিশ অভিযান চালায়। পুলিশ সেখান থেকে নগদ ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।
এরই ধারাবাহিকতায় শনিবার তাকে মহাখালী থেকে গ্ৰেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল