বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘিরে সহিংসতায় নিহত গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসানকেও আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সাকিব, ব্যারিস্টার সুমন ও ফেরদৌসকে যথাক্রমে মামলার ২৮ নম্বর, ২৯ নম্বর ও ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
মামলার ২৯ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে—ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য, পিতা সৈয়দ এরশাদ আলী, সাং- সৈয়দ সাহেবের বাসা, বড়াইল, ডাকঘর চুনারুঘাট-৩৩২০, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।
মামলার ৫৫ নম্বরে উল্লেখ করা হয়েছে—ফেরদৌস আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০।
গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আছেন। এছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।
বিডি প্রতিদিন/জুনাইদ