বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সব পর্যায়ের সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় সব র্যাব সদস্যদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।
এর আগে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী এবং বিজিবির সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়। একদিনের বেতনের অর্থ জমা দেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ