বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বন্যা কবলিত পানিবন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এ ছাড়াও পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে উদ্ধারকারী দল।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই