সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে পোশাক শ্রমিকদের উসকানির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়াও এদিন অন্য মামলায় আরও তিনজনকে গ্রেফতার দেখায় পুলিশ।
সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উসকানির অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন—দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জহিরুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩), মো. রাব্বি মিয়া (২৫)।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে কারখানা ও গাড়ি ভাঙচুর করেছে একটি কুচক্রী মহল। এ মহল শ্রমিকদের বিভিন্নভাবে উসকানি দিয়ে আশুলিয়ায় অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে পোষাক খাতে শ্রমিক ও মালিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মপরিবেশ নষ্ট হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উসকানিদাতা হিসেবে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন