সরকারের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের হিসাব দিতে বলা হয়েছে।
রবিবার সব কর্মকর্তা-কর্মচারীদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী গত ৩০ জুন পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল বা পাঠাতে হবে।
বিডি প্রতিদিন/এমআই