আগামী ৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মো. জসীম উদ্দিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি প্রথমে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। পরে সেখান থেকে ওয়াশিংটনে যাবেন। ১০-১২ অক্টোবর ওয়াশিংটন সফরকালে পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস, বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া, জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ এবং শ্রম দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই ধারাবাহিকতায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ