নতুন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে গ্রেফতার দেখান।
এছাড়া সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিন তাদের আদালতে হাজির করা হয়।
এরপর পল্টন মডেল থানার মামলায় সাধন চন্দ্র ও নারায়ণ চন্দ্র, মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্র ও জাহাঙ্গীর আলম এবং পল্টন মডেল থানার মামলায় সৈকতকে গ্রেফতার দেখানো আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসময় আসামিপক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন