রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

শফীর বক্তব্য নারীদের জন্য অবমাননাকর

১৭ বিশিষ্টজনের বিবৃতি

নারীকে নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর কুরুচিপূর্ণ বক্তব্য নারীদের জন্য অবমাননাকর উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি। তারা বলছেন, আহমদ শফীর এই বক্তব্য বিকৃত মানসিকতার পরিচায়ক। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 'বাংলাদেশ রুখে দাঁড়াও'-এর পক্ষে বিশিষ্ট ব্যক্তিরা শফীর বক্তব্যের প্রতিবাদ জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, শিক্ষাবিদ অজয় রায়, শিল্পী কাইয়ুম চৌধুরী, কবি সৈয়দ শামসুল হক, ডা. আনোয়ারা সৈয়দ হক, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ডা. সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাংবাদিক আবেদ খান, নাসিমুন আরা হক মিনু ও অর্থনীতিবিদ এমএম আকাশ।

সর্বশেষ খবর