বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

আলাল, সোহেলসহ ৫৮ নেতার বিচার শুরু

আলাল, সোহেলসহ ৫৮ নেতার বিচার শুরু

রাজধানীর পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ তারেক মঈনুল ইসলাম ভুইয়া এই আদেশ দেন। এর ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের জানান, এই মামলার অভিযোগ গঠনের পরে হাকিম আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে আসামিদের মামলার অভিযোগ পড়ে শুনানো হলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান আদালতের কাছে। অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এর আগে ২০১১ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. মুক্তার হোসেন ৫৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত বিএনপির এক সংবর্ধনা অনুষ্ঠানের পরে রাজধানীর পল্টন এলাকায় বোমাবাজি, ভাঙচুর, গাড়িতে অগি্নসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

 

 

 

সর্বশেষ খবর