শিরোনাম
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

চবিতে পাঁচ পুলিশকে পেটাল ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হলেন ক্যাম্পাসে দায়িত্বরত পাঁচজন পুলিশ। আহতরা হলেন- রুবেল, ফোরকান, নুর আলম ও সোহাগ। গতকাল সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা যায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৩ আগস্ট ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশের কয়েকজন সদস্য। এর মধ্যে কয়েকজন পুলিশ গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় দায়িত্বরত ছিলেন। সন্ধ্যার দিকে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ 'ভিএক্স' এর নেতা-কর্মীরা ওই কজন পুলিশ সদস্যের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে এক পর্যায়ে তাদের মারধর করে। এ সময় চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দফতর সম্পাদক জালাল আহমদ, উপ-সম্পাদক রবিন, রুপমসহ একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া যায়। ঘটনা প্রসঙ্গে চবি প্রক্টর সিরাজ উদ-দৌলাহ বলেন, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইন উদ্দিন বলেন, শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথাকাটাকাটি হয়।

 

 

 

 

 

সর্বশেষ খবর