বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

প্রবীণ সাংবাদিক ফওজুল করিমের ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক ফওজুল করিমের ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক ও অধুনালুপ্ত দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক ফওজুল করিম গতকাল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, আত্দীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব ধানমন্ডির ৭ নং লেকসংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সহকর্মী সাংবাদিকদের প্রিয় 'তারাভাই' ফওজুল করিম ১৯৩০ সালের ২৭ নভেম্বর বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাচাতো ভাই ছিলেন। ১৯৫৫ সালে 'সংবাদ'-এ সাংবাদিকতার জীবন শুরু করেন তিনি। দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক প্রভৃতি পদে দায়িত্ব পালন করেন। দৈনিক পত্রিকার মেকআপ, গেটআপ, ফটো এডিটিংয়ের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন তিনি। সাংবাদিক ফওজুল করিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে প্রভৃতি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

 

 

 

সর্বশেষ খবর