বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দুর্ঘটনাপ্রবণ বাঁক প্রশস্তের কাজ শীঘ্রই : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে সড়ক ও মহাসড়কগুলোতে থাকা দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলো প্রশস্ত করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। এ জন্য ১৬৫ কোটি টাকা অনুমোদন পাওয়া গেছে। তিনি গতকাল রাজধানীর বাবুবাজারে গাবতলী-সোয়ারীঘাট সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

কাদের বলেন, রাস্তায় স্পিড ব্রেকার বা গতিরোধক থাকলে দুর্ঘটনা কমে যাবে- এমন ধারণা যারা করেন সেটা ভুল।

সড়ক ও মহাসড়কে থাকা স্পিড ব্রেকার কমিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে সারা দেশের সড়ক ও মহাসড়কে থাকা ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ বাঁক প্রশস্ত করা হবে। সেতু মন্ত্রী গাবতলী-সোয়ারীঘাট সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে বলেন, এ সড়কের কাজ দ্রুততম সময়ে শেষ করা হবে। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এ রাস্তার জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যেই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সর্বশেষ খবর