মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ঋণের চতুর্থ কিস্তির ২৫ মিলিয়ন ডলার ছাড় করল ভারত

২০০ মিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তি ২৫ মিলিয়ন (১৯৪ কোটি টাকা) ছাড় করেছে ভারত। গতকাল ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে দেখা করে সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিবিড়তর হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এগিয়ে যাচ্ছে। ২০০ মিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তিসহ ইতিমধ্যে ১৭৫ মিলিয়ন ডলার ছাড় করল ভারত সরকার। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে চলমান ১৫টি উন্নয়ন প্রকল্পে ৮০০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দিচ্ছে ভারত। ভারতীয় বিনিয়োগকারীদের জন্য পৃথক বিশেষ অর্থনৈতিক জোন গঠনের আহ্বান জানান তিনি, যার মাধ্যমে ভারত-বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন পঙ্কজ শরণ।
 

সর্বশেষ খবর