বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

চালকদের দৌরাত্ম্যে দুর্ঘটনা : ওবায়দুল

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাথমিকভাবে বলা যায় সড়কের কারণে এ দুর্ঘটনা ঘটেনি। চালকদের দৌরাত্ম্যের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। গতকাল দিবাগত রাত ১২টার দিকে বড়াইগ্রামের রেজির মোড়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেতুমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী আহত ব্যক্তিদের বিনা মূল্যে সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়ার আশ্বাস দেন। ওবায়দুল কাদের আরও বলেন, 'তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।' মন্ত্রী পরে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে বড়াইগ্রামের বনপাড়ার আমেনা হাসপাতালে যান। সেখানে তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। একজন গুরুতর আহত রোগীর সঙ্গে কথা বলে তিনি তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। মন্ত্রী সেখান থেকে গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামে যান।

দুর্ঘটনায় ওই গ্রামের ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহত কয়েকজন ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেন।

এ সময় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদ সদস্য আবদুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)-এর সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও নাটোরের জেলা প্রশাসকসহ ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাত ১টার কিছু পরে মন্ত্রী সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর