বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আইনমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ

সদ্য প্রয়াত টিভি আলোচক পিয়াস করিমের 'পক্ষ' নেওয়ার অভিযোগ তুলে আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। গতকাল সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভে মন্ত্রী আনিসুল হকের কুশপুত্তলিকা পোড়ানো হয়। সংগঠনগুলোর মধ্যে ছিল জাতীয় গণতান্ত্রিক লীগ, কাজী আরেফ ফাউন্ডেশন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ও কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)। গত রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিয়াস করিম ও তার বাবার একাত্তরের ভূমিকা তুলে ধরেন আইনমন্ত্রী। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হাবিবুল্লাহ মিছবাহ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়, জাসদ নেতা হুমায়ূন কবির প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর