বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

'ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদ সমর্থন করে না'

ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদ সমর্থন করে না। যারা সমাজে আতঙ্ক সৃষ্টির মধ্য দিয়ে জঙ্গীবাদ কায়েম করে ক্ষমতায় যেতে চায় তারা ইসলাম তথা মানবতার বন্ধু নয়। তারা দেশ জাতি মানবতা শান্তি ও সম্প্রীতির চরম শত্রু। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড পার্টি আয়োজিত 'ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদ বিশ্বাস করে না' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনাইটেড পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাঈল হোসাইন। প্রধান অতিথির বক্তব্য দেন জাহিদ আহসান রাসেল এম.পি।

আলোচনায় অংশ নেন আলহাজ হজরত মাও. রুহুল আমিন খান উজানী।

মাওলানা ইসমাঈল হোসাইন বলেন, দেশের কিছু কুচক্রী মহল জঙ্গীবাদ ও নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেশকে অস্থিতিশীল করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়। বর্তমানে দেশের এই অবস্থায় আলেম-ওলামা ও পীর মাশায়েখসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে।

সর্বশেষ খবর