শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সারা দেশে একযোগে ২৩টি কেন্দ্রে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়ে সকাল ১১টায় শেষ হয়। পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্লু-টুথ ডিভাইসসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি-বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিবিএস কোর্সে আট হাজার ৪৩৭ টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রতিটি আসনের বিপরীতে আটজন শিক্ষার্থী এ ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন। 

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম হল পরিদর্শন শেষে জানিয়েছেন, ভবিষ্যতে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের পরিকল্পনা করছে সরকার।

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর