শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

প্রকাশিত খবরের প্রতিবাদ

গত ১৮ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে 'কাজ শেষ না করেই ঠিকাদার নিয়ে গেছে বিল ও জামানত' শীর্ষক খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ সারওয়ার। তিনি বলেন, আমি মাদারীপুরে দায়িত্ব পালনকালে সরকারি বিধিবিধান ও নিয়মানুসারে এবং কাজ তদারকি করে উপবিভাগ থেকে দাখিলকৃত বিলের পরিপ্রেক্ষিতে বিভাগীয় অফিস থেকে যাচাই অন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়েছে। এ ব্যাপারে কোনো অনিয়ম হয়নি এবং কোনো প্রকার অনিয়মের সঙ্গে আমি জড়িত নই। ঠিকাদারকে অতিরিক্ত বিল এবং জামানতের পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে বিষয়টি সত্য নয়।

সর্বশেষ খবর