শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বাগেরহাটে টমেটোর বাম্পার ফলন

বাগেরহাটে টমেটোর বাম্পার ফলন

বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামে অাজ শনিবার দুপুরে গ্রীষ্মকালীন টমেটো চাষের প্রদর্শনী প্লটের ফসল কর্তন উপলক্ষ্যে কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের '২য় শস্য বহুমূখীকরণ প্রকল্প'-এর আওতায় স্থাপিত প্রদর্শনী প্লটে ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠদিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুধেন্দু শেখর মালাকার, আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক সুনীল কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাদেব চন্দ্র সানা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বাগেরহাট জেলায় এই প্রথম গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রদর্শনী প্লটের মাধ্যমে করা হয়। আড়াই শতাংশ জমির প্রদর্শনী প্লটে 'সামার কিং' জাতের ৪৩০টি চারা রোপন করা হয়। এর প্রতিটি গাছে গড়ে ৪ কেজি হিসাবে মোট ১ হাজার ৭২০ কেজি টমেটো উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য প্রতি কেজি ৩০ টাকা হারে ৫১ হাজার ৬শ' টাকা। কৃষকের খরচ মাত্র ১৫ হাজার ৬৪৮ টাকা।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এই প্রজাতির টমেটো সহজে পচন ধরে না। গাছ থেকে উত্তোলনের পর প্রায় এক মাস পর্যন্ত রাখা যায়।

অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
 

 

বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৪/ রশিদা
 

সর্বশেষ খবর